395px
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধ্যে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধ্যে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে
বাঁশের বনে পাতা নড়ে
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে
বাঁশের বনে পাতা নড়ে
বাতাস ওঠে ভরে ভরে
চষা মাটির গন্ধে
বাতাস ওঠে ভরে ভরে
চষা মাটির গন্ধে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধ্যে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
সবুজ প্রাণের গানের লেখা
রেখায় রেখায় দেয় রে দেখা
সবুজ প্রাণের গানের লেখা
রেখায় রেখায় দেয় রে দেখা
মাতে রে কোন তরুণ কবি
নৃত্যদোদুল ছন্দে
মাতে রে কোন তরুণ কবি
নৃত্যদোদুল ছন্দে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধ্যে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
ধানের শীষে পুলক ছোটে
সকল ধরা হেসে উঠে
ধানের শীষে পুলক ছোটে
সকল ধরা হেসে উঠে
অঘ্রানেরই সোনার রোদে
পূর্ণিমারই চন্দ্রে
অঘ্রানেরই সোনার রোদে
পূর্ণিমারই চন্দ্রে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধ্যে
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
Escrita por: